এই তো, এটাই আমি..
সাধারণ মানের একজন মানুষ আমি। ভুল করি, ভুল স্বীকার ও করি, নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেষ্টা করি না খুব একটা। কিন্তু কেউ আমার দূর্বলতা সহজে ধরতে পারবেন বলে মনে হয় না। আবার ভুল করার চেয়ে যেহেতু ভুল ধরাটা সহজ তাই কথায় কথায় মানুষের ভুল খুঁজে বেড়াই না। নিজের সুখ, দুঃখ, কথা ইত্যাদি নিজের পেটে রাখতে পছন্দ করি। মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। মাঝে মাঝে ব্যস্ত রাস্তার পাশে চুপটি করে দেখি ব্যস্ত মানুষ, ছুটে চলা মানুষ দেখতে ভালো লাগে। কোলাহল থেকে দূরে থাকতে ভালো লাগে। একা থাকলে অনেক মজা পাই। মাঝে মাঝে জ্যোৎস্না রাতে অপরিচিত মেয়েটার কথা ভাবতে খুব ভাল লাগে । অনেক একা লাগে সেই সময়টায় । অদ্ভুত এক ঘোরের মধ্যে ডুবে থাকে মন। লিখতে তেমন পছন্দ করি না, কখনো খুব একা লাগলে টেবিলে পড়ে থাকা খাতা হাতে নিয়ে কবিতা লিখার ব্যর্থ চেষ্টা করি। লেখালেখি নিয়ে অনুসন্ধান করতে খুব একটা ভাল লাগে না, যদি ভালো লাগতো তবে একটা কিছু হয়ে যেতাম। পড়াশোনা করছি টুকটাক। পাশাপাশি দু'চার টাকা কামাই যেটা ব্যবসায় ও টিউশনি থেকে আসে...। আমি আমার মত, কারো টা নকল করতে চেষ্টা করিনা। নিজের কষ্ট নিজের ভিতরে ধরে রাখতে