বোধহয় ভুলে যাওয়াটাই ঠিক, মনে করা বা মনে রাখাটাই অস্বাভাবিক....
সব মিলিয়ে তুমি কতজন কে চিনো? স্কুল, কলেজ, ভার্সিটি, কলিগ, এলাকার পরিচিত, প্রতিবেশি, আত্মীয়স্বজন, ফেসবুকে পরিচিত সবমিলিয়ে সংখ্যাটা ১ হাজার জনের আশেপাশে হবে। ধরলাম, তুমি এক্সট্রোভার্ট। তোমার জন্যে সংখ্যাটা ২ হাজার জন। এখন বলো, এদের মাঝে কতজনের সাথে তোমার খুব ক্লোজ সম্পর্ক? মানুষ একই সময়ে ২০০ জনের বেশি মানুষের নাম মনে রাখতে পারে না। আচ্ছা, এদের মধ্যে ঠিক কতোজন তোমার খুব ক্লোজ? কতজন তোমার বিপদের কথা শুনলে এগিয়ে আসবে? প্রতিটা মানুষের জীবনেই কিছু মানুষ থাকে যাদের সাথে সে তার মনের কথাগুলো শেয়ার করে, কিছু মানুষ থাকে যাদের কাছে থেকে টাকা ধার নেয়, কিছু মানুষ থাকে যাদের সাথে সে কোয়ালিটি টাইম কাটায়, কিছু মানুষ থাকে যাদের সঙ্গ পেতে ভালো লাগে, এরকম কিছু কিছু ক্যাটাগরি থাকে যেখানে সবগুলো মানুষই আলাদা। সবমিলিয়ে এই মানুষগুলোর সংখ্যা গোটা পঞ্চাশেকও হবে না। কিন্তু আমাদের পরিচিত মানুষ ছিলো সংখ্যায় দুই হাজার জন। এতো অল্প সংখ্যক কাছের মানুষ থাকার পরেও আমরা কাছের মানুষদের সাথেই ঝামেলা করি। কাছের মানুষকেই দূরে ঠেলে দেই। কাছের মানুষগুলোকেই শত্রু বানাই। এক জীবনে মানুষ আর চিনে ক'জনকে? এতো