Posts

Showing posts from February 22, 2019

সুর ও ছন্দের দিনগুলো...

Image
অমর একুশে বইমেলা ২০১৯ 'আমরা কয়েকজন'  সূর্য অস্তমিত হওয়ার মধ্যে দিয়েই সন্ধ্যা ঘনিয়ে আসবে এটাই প্রকৃতির নিয়ম। তবে কেউ কেউ এই সন্ধ্যাকে উপভোগ করে  ভাললাগার সুন্দর মূহুর্ত তৈরি আবার কেউ কেউ বিষন্নতায় ডুবে যায়। যারা এই সন্ধ্যায়ই বিষন্নতায় ডুবে যায় তাদের জন্য মায়া হয় এই ভেবে যে ' যারা সন্ধ্যার এই আবছা অন্ধকারেই বিষন্ন হয় তারা রাতের গভীর অন্ধকারে না আবার হারিয়ে যায়'। কিন্ত আমরাতো কাউকে হারাতে চাই না। আবার যারা সন্ধ্যাবেলায় ভাললাগার মূহুর্ত উপভোগ করে তারা যেন রাতের গভীর অন্ধকারে টিকে থাকার প্রস্তুতির কথা না ভুলে যায়।। সন্ধ্যা মানব জীবনে অবধারিত অধ্যায়। তাই মানিয়ে/মেনে নিয়ে বেচে থাকতে হবে। পালিয়ে বেচে থাকা যায় না। আমরা হেরে যেতে চাই না আবার কাউকে হারাতেও চাই না।। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের আলোয় সবাই মিলেমিশে বেচে থাকাটাই হোক আমাদের সবার প্রত্যাশা। #Unity_is_Our-Harmony