বোধহয় ভুলে যাওয়াটাই ঠিক, মনে করা বা মনে রাখাটাই অস্বাভাবিক....


সব মিলিয়ে তুমি কতজন কে চিনো? স্কুল, কলেজ, ভার্সিটি, কলিগ, এলাকার পরিচিত, প্রতিবেশি, আত্মীয়স্বজন, ফেসবুকে পরিচিত সবমিলিয়ে সংখ্যাটা ১ হাজার জনের আশেপাশে হবে। ধরলাম, তুমি এক্সট্রোভার্ট। তোমার জন্যে সংখ্যাটা ২ হাজার জন।
এখন বলো, এদের মাঝে কতজনের সাথে তোমার খুব ক্লোজ সম্পর্ক? মানুষ একই সময়ে ২০০ জনের বেশি মানুষের নাম মনে রাখতে পারে না। আচ্ছা, এদের মধ্যে ঠিক কতোজন তোমার খুব ক্লোজ? কতজন তোমার বিপদের কথা শুনলে এগিয়ে আসবে?

প্রতিটা মানুষের জীবনেই  কিছু মানুষ থাকে যাদের সাথে সে তার মনের কথাগুলো শেয়ার করে, কিছু মানুষ থাকে যাদের কাছে থেকে টাকা ধার নেয়, কিছু মানুষ থাকে যাদের সাথে সে কোয়ালিটি টাইম কাটায়, কিছু মানুষ থাকে যাদের সঙ্গ পেতে ভালো লাগে, এরকম কিছু কিছু ক্যাটাগরি থাকে যেখানে সবগুলো মানুষই আলাদা। সবমিলিয়ে এই মানুষগুলোর সংখ্যা গোটা পঞ্চাশেকও হবে না। কিন্তু আমাদের পরিচিত মানুষ ছিলো সংখ্যায় দুই হাজার জন।

এতো অল্প সংখ্যক কাছের মানুষ থাকার পরেও আমরা কাছের মানুষদের সাথেই ঝামেলা করি। কাছের মানুষকেই দূরে ঠেলে দেই। কাছের মানুষগুলোকেই শত্রু বানাই। এক জীবনে মানুষ আর চিনে ক'জনকে? এতো অল্প সংখ্যক কাছের মানুষ থাকার পরে এদের মাঝে থেকে কেউ কেউ যদি শত্রু হয়ে যায় তাহলে কাছের মানুষ বলে থাকে আর ক'জন?

তারপরেও আমরা শত্রুতা করি কাছের মানুষের সাথে। কাছের মানুষদেরই অবহেলা করি সবথেকে বেশি।

যার যত বেশি স্মৃতি, তার তত বেশি কষ্ট পাওয়া স্বাভাবিক। যারা ভুলে যেতে পারে তারাই ভালো আছে। বোধহয় ভুলে যাওয়াটাই ঠিক, মনে করা বা মনে রাখাটাই অস্বাভাবিক।

Comments

  1. ভাউ ভালো লাগলে। কথাগুলো বাস্তবতার নিরিখে লিখা।নেক্সট এ আরো লিখবেন আশা রাখতেছি।ধন্যবাদ

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। প্রিয়শুভাকাঙ্ক্ষী।

      Delete

Post a Comment

Write your constructive opinion. -_-

Popular posts from this blog

দিনের আলোর মাঝেই লুকিয়ে থাকে রাতের আধার।

চৌহালীতে 'সচেতন ছাত্র সমাজ(CSS)' এর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

এই তো, এটাই আমি..

পাশেই তো আছি...

সুর ও ছন্দের দিনগুলো...

আমি যেমন ছিলাম....

সেজন্যে, অপেক্ষা করার আসলে একটা লিমিট থাকা উচিৎ

ইচ্ছে ছিলো