১. আশা খুব ভয়ংকর জিনিস। এতোটাই ভয়ংকর যে, আশার মানুষকে ধ্বংস করে দেয়ার ক্ষমতা আছে। সেজন্যে, আশা করতে হয় সতর্কভাবে। এবং আশা করার সময়ে চিন্তা করে করে বের করে নেয়া উচিৎ যে, কতোটুকু পর্যন্ত আশা করলে সেটা আমাকে ধ্বংস করে দিবে না। (এটা চিন্তা করে বলতেসি যে, একজন মানুষের ধ্বংস হওয়ার ইচ্ছা নাই। নিজে থেকে ধ্বংস হয়ে যেতে চাইলে সেটা আলাদা ব্যাপার। সেটা নিয়ে এই আর্গুমেন্টে কাজ হবে না।) পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, যে জিনিস আমি পাবো না বলে মনে হচ্ছে, সেটার পিছনে আমি আসলে কতোদিন পর্যন্ত সময় ব্যয় করবো, আর করলে আমার কাছে মনে হবে যে, আমি "যথেষ্ট" পরিমাণ সময় ব্যয় করসি। মানুষের জীবন যেহেতু অ্যাভারেজে ৫০-৬০ বছরের, তাই যথেষ্ট পরিমাণ সময় জিনিসটা বের করতে খুব বেগ পাইতে হবে না। ২. "নেক্সট টাইম" নামে একটা বিষয় থাকবে - এই নিশ্চয়তা আমাদেরকে অনেক কিছু মিস করে ফেলতে দেয়। আমরা নিজেদেরকে অনুমতি দিয়ে দেই যে, আচ্ছা, আচ্ছা, এখন/এইবার না করলে তো কিছু হবে না, পরেরবার নামে আরেকটা বার তো আসবেই। কাজেই তখন করবো। তখন পুষিয়ে দিবো। সমস্যা তো নাই। আসলে, সমস্যা আছে। একটা সেয়িং আছে, দ্য প